আপনি জানেন কি! রেলে কিভাবে ভাড়া নির্ধারণ করা হয়?

আপনি জানেন কি!   রেলে কিভাবে ভাড়া নির্ধারণ করা হয়?


আপনি জানেন কি!

শোভন চেয়ারের ভাড়া মাত্র ১.১৫ টাকা?


আপনি আরও জানেন কি!

আপনি যত দূরে যাবেন ভাড়া তত কমে যায়?


আসুন জেনে  নেই কিভাবে ভাড়া নির্ধারণ করা হয়! 


Bangladesh Railway যাত্রী ভাড়া গণনার পদ্ধতিঃ 

দুরত্ব ভিত্তিক ভাড়া নির্ধারন পদ্ধতি – 

ট্রেন টিকেটের প্রাইসিংয়ে রেলওয়ে চারটি স্ল্যাব বা ধাপ রেখেছে। প্রথমটি হলো- ১০০ কিমি এর নিচের গন্তব্যের জন্য, পরেরটি ১০০ থেকে ২৫০ কিলোমিটার এর মধ্যে যাত্রার জন্য, তৃতীয় ধাপটি ২৫০ থেকে ৪০০ কিলোমিটার এবং সর্বশেষ ধাপটি ৪০০ কিলোমিটারের অধিক দুরত্বে যাত্রার জন্য। এবার সূত্রটি দেখে নেয়া যাক।

প্রথম ধাপঃ 

ক x (কিমি)। অথবা ন্যুনতম ভাড়া

দ্বিতীয় ধাপঃ 

(ক x ১০০) + (ক x ১০০ কিমি এর উপরের দুরত্ব x ০.৮)

তৃতীয় ধাপঃ 

(ক x ১০০) + (ক x ১৫০ x ০.৮) + (ক x ২৫০ কিমি এর উপরের দুরত্ব x ০.৭৫)

চতুর্থ ধাপঃ 

(ক x ১০০) + (ক x ১৫০ x ০.৮) + (ক x ২৫০ x ০.৭৫) + (ক x ৪০০ কিমি এর উপরের দুরত্ব x ০.৭০)

অর্থাৎ, আপনি ট্রেনে যতো দূরে যাবেন আপনার ভাড়ার হার ততো কমবে। 

এবার জেনে নেয়া যাক, ২০/০২/২০১৬ ইং থেকে আসনশ্রেণীভেদে “ক” এর যে ভ্যালু এবং ন্যুনতম ভাড়া কার্যকর রয়েছে তার তালিকাঃ

দ্বিতীয় সাধারণ = ০.২৫ টাকা এবং ৫ টাকা

দ্বিতীয় মেইল = ০.৩৭৫ টাকা এবং ১৫ টাকা

দ্বিতীয় কমিউটার = ০.৫০ টাকা এবং ২০ টাকা

সুলভ = ০.৬০ টাকা এবং ৩৫ টাকা

শোভন = ১.০০ টাকা এবং ৪৫ টাকা

শোভন চেয়ার = ১.১৫ টাকা এবং ৫০ টাকা

প্রথম সিট/চেয়ার = ১.৫৫ টাকা এবং ৯০ টাকা

প্রথম বার্থ = ২.৩৫ টাকা এবং ১১০ টাকা

স্নিগ্ধা(এসি চেয়ার) = ১.৯৫ টাকা এবং ১০০ টাকা

এসি সিট = ২.৩৫ টাকা এবং ১১০ টাকা

এসি বার্থ = ৩.৫০ টাকা এবং ১৩০ টাকা

আন্তঃনগর ট্রেনে ৫ এর গুণিতকে ভাড়া, যেমন ৫১/৫২/৫৩/৫৪টাকার পরিবর্তে ৫৫টাকা ভাড়া নির্ধারন করা হয়। 

এর উপর প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট (এসিতে ১৫%), ননস্টপ চার্জ (১০%), সার্ভিস চার্জ (বেডিং চার্জ 50, অনলাইন টিকেটিং চার্জ 20) ইত্যাদি যুক্ত হয়ে থাকে। 

অপ্রাপ্তবয়স্কদের ভাড়া প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ভাড়ার ৬৬%।


সেতুপূর্ব থেকে সেতুপশ্চিমের বাণিজ্যিক দুরত্ব ৯০ কিমি।

পাকশী থেকে ভেড়ামারা বাণিজ্যিক দুরত্ব ৭০ কিমি।


Sponsar
Share It