ব্যাংক এর ATM মেশিন থেকে ফাটাছেড়া কাটা নোট বের হলে করনিয় কি

 

কি ভাবে এটিএম বুথের মেশিন থেকে ছেরা কাটা টাকা পরিবর্তন করতে হবে

বর্তমানে সারাবিশ্বে দ্রুততম লেনদেন এবং সহজ টাকা উত্তোলন এর জন্য এটিএম মেশিন ব্যাবহার হয়। বর্তমানে ব্যংক লেনদেন করেন তাদপর মধ্যে প্রায় ৮৫ ভাগ লোকই এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে থাকেন,ব্যাংক তার গ্রাহকে দ্রুততম সময়ের মধ্যে তার টাকা উত্তোলন করতে পারেন যে কোন সময়ে এটিম মেশিন সরবরাহ করে। 


এটি এম মেশিন থেকে ছেরা কাটা টাকা বার হলে কি করবেন


ব্যাংক এর এটিএম মেশিন থেকে ছেরা টাকা বার হলে সেটা সেখানে দারিয়ে চেক করে এটিএম বুথের চলমান সিসি ক্যামেরায় ছেরা অংশ প্রদর্শন করুন,এবং  টাকা তোলার সময় টাকে রেকর্ড করে নিন।


যদি টাকাটা কোন ভাবে চালাতে না পারে তবে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিন।যদি তারা জমা রাখতে না চায় তখন আপনি সেই স্থানের ব্যাংকএর বুথের ঠিকানা এবং টাকা তোলার সময় অভিহিত করুন।আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। 


Sponsar
Share It