ঝরঝরে পরিষ্কার জর্দা পোলাও এর নতুন নিয়মে রেসিপি

ঝরঝরে পরিষ্কার জর্দা পোলাও এর রেসিপি দেখে নিন,পোলাও রেসিপি, জর্দার রেসিপি


জর্দা পোলাও রেসিপি 

অনেকেই রেসিপি চেয়েছিলেন তাই দিলাম। 


উপকরণ


পোলাউ চাল বা বাসমতির চাল- ২৫০ গ্রাম


এলাচ- ৬-৭ টি


দারুচিনি- ৪-৫ টি


লবঙ্গ- ২-৪ টি


চিনি- ২০০-২৫০ গ্রাম


মালটা অর্ধক


ঘি- ২-৩ চা চামচ


তেল- সিকি কাপ


কিশমিশ- ১ মুঠ


জর্দা রঙ/ পুড কালার- ১-২ চা চামচ


মোরব্বা কুচি – পরিমান


বাদাম কুচি – পরিমান মত


বেবি সুইটস- ১২-১৫ টি


প্রণালী


প্রথমে চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখে দিতে হবে। পোলাওর চাল হলে ১৫ মিনিট আর বাসমতি চার হলে ২৫ মিনিট। এতে করে রান্নার পর চাল ভেঙ্গে যাবে না আর লম্বাটে হবে। 

এরপর পরিমান মত পানি, তেজপাতা, সামান্য লবণ, ১ চা চামচ তেল ও জর্দার রঙ মিশিয়ে পানি ফুটলে চাল গুলো দিয়ে ৫-৮ সিদ্ব করে নিতে হবে। 

পোলাওয়ের চাল হলে ৫-৬ মিনিট আর বাসমতি চাল হলে ৭-৮ মিনিট সেদ্ধ করতে হবে। এখন চালগুলোকে ছেকে পানি ঝরিয়ে রাখতে হবে।


এবার একটি প্যানে ঘি গরম করে মিডিয়াম আঁচে আস্ত গরম মশলা গুলো একটু ভাজা ভাজা হলে , চিনি,  পানি  এবং মালটার রস দিয়ে একসাথে নাড়তে থাকুন। 

পানি বলক আসলে সেদ্ধ চাল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ঢেকে দিয়ে চুলা মিডিয়াম আঁচ থেকেও কমিয়ে দিয়ে ১০-১৫ রান্না করতে হবে। ১৫ মিনিট পর ১ চা চামচ ঘি দিয়ে হালকা নেড়ে দিন। 

এবার ১০-১৫ ঢেকে দমে রেখে দিন এবং খেয়াল রাখতে হবে সেদ্ধ ভাতটা যাতে বেশি ফুটে না যায়। এখন জর্দাটা নামিয়ে বাদাম কুচি,মাওয়া এবং বেবি সুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


Sponsar
Share It