পিরানহা ও রূপচাঁদা মাছ চেনার উপায় কি ?

 

রূপচাঁদা মাছ চেনার উপায়,রূপচাঁদা মাছ,রুপচাদা মাছ চেনার উপায়,রূপচাঁদা মাছের দাম,পিরানহা মাছ,কেনার সময় বিষমুক্ত ও তাজা শুটকি মাছ চেনার উপায়,রূপচাঁদা মাছের ভুনা,রাক্ষুশে মাছ পিরানহা,পিরানহা,রূপচাঁদা,রূপচাঁদা মাছ ফ্রাই,রূপচাঁদা মাছ কাটার নিয়ম,রূপচাঁদা মাছ কাটার পদ্ধতি,রূপচাঁদা মাছের,শুঁটকি চেনার উপায়,রূপচাঁদা মাছের রেসিপি,রূপচাঁদা মাছের এমন কোনো পাখনা নেই,রুপচাঁদা মাছ চাষ,রুপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা,রূপচাঁদা মাছের ঝোল


খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করা গেছে, আমাদের মাছ বাজারগুলোতে নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হচ্ছে।

অথচ রূপচাঁদা সামুদ্রিক মাছ আর পিরানহা নদীর মাছ।

বন্যার পানিতে ভেসে আসছে রূপচাঁদা বলে মানুষকে বিভ্রান্ত করছে কিছু অসাধু বিক্রেতা।

রাক্ষুসে স্বভাবের পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশে সরকার।

এটা খুবই বিষাক্ত মাছ।

এটা খেলে কঠিন অসুখ এমনকি মৃত্যু ঝুঁকিও আছে।

পিরানহা ও রূপচাঁদা মাছ চেনার উপায়ঃ
১. পিরানহা মাছের তীক্ষ্ণ দাঁত দেখা যাবে।
২. এই মাছের কানকো থাকে। রূপচাঁদা মাছের কানকো মেশানো থাকে।
৩. পিরানহা মাছের লেজের কাছে ছোট আরেকটি পাখনা বা এডিপোজ পাখনা থাকে। রূপচাঁদা মাছের এমন কোনো পাখনা নেই।
৪. পিরানহার গায়ের রং কিছুটা লালচে ও ধুসর বর্ণের হয়। রূপচাঁদার মতো চকচকে থাকে না।

জনস্বার্থে প্রচারিত।
ব্যাপক শেয়ার করে প্রচারের অনুরোধ করছি।এন বি সি বাংলা

Sponsar
Share It