কাঁচা পেঁপের হালুয়া রেসিপি - এন বি সি বাংলা

 

পেঁপের হালুয়া,কাঁচা পেঁপের হালুয়া,পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া,হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রেসিপি,পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেপের হালুয়া,কাচা পেপের হালুয়া রেসিপি,বাংলাদেশি হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের সুস্বাদু হালুয়া রেসিপি,খুবই সুস্বাদু কাঁচা পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রমজানের ইফতার রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রেসিপি।,কাঁচা পেঁপের মজাদার হালুয়া রেসিপি,ভীষণ মজাদার কাঁচা পেঁপের হালুয়া রেসিপি

বাজারে কাঁচা পেপে পাওয়া যাছচে আসুন কাঁচা পেঁপের হালুয়া রেসিপি জেনে নেই—

ঊপকরন-
পেঁপে দেড় কেজি
চিনি ২ কাপ
তেল ২ টেবিল চামচ
ঘি ১ টেবিল চামচ
এলাচ দারচিনি -২ টা গোটা
তেজ পাতা -১ টা
বাদাম কুচি -১ চামচ
প্রনালী—
প্রথমে পেপে অল্প পানিতে সেদ্ধ করতে হবে ।
এবার বেটে নিতে হবে বা ব্লেন্ড করতে হবে।
যদি পানি থাকে তাহলে একটু চিপে পানি ফেলে দিতে হবে।
এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে এলাচ দারচিনি তেজ পাতা দিতে হবে এবং পেপে বাটা দিয়ে ১৬-১৭ মিনিট নাড়তে হবে যেন পেপের কটু গন্ঝ টা চলে যায়।
এবার চিনি দিতে হবে এবং নাড়তে হবে ।
যখন চিনির পানি টেনে নিবে তখন ঘি দিতে হবে ।
এবার হালুয়া যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখন নামাতে হবে।
নামানোর পর বাদাম কুচি ঊপরে ছিটিয়ে পরিবেশন করুন।
রুটি পরোটা বা এমনি এটা নাস্তা হিসেবে খেতে পারেন।
বাচ্চাদের টোস্ট বা পাঊরুটির ঊপর হালুয়া মাখিয়ে দিতে পারেন মজাদার পেঁপের হালুয়া।

Tag -
পেঁপের হালুয়া,কাঁচা পেঁপের হালুয়া,পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া,হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রেসিপি,পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেপের হালুয়া,কাচা পেপের হালুয়া রেসিপি,বাংলাদেশি হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের সুস্বাদু হালুয়া রেসিপি,খুবই সুস্বাদু কাঁচা পেঁপের হালুয়া রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রমজানের ইফতার রেসিপি,কাঁচা পেঁপের হালুয়া রেসিপি।,কাঁচা পেঁপের মজাদার হালুয়া রেসিপি,ভীষণ মজাদার কাঁচা পেঁপের হালুয়া রেসিপি

Sponsar
Share It