স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট নিয়ে বিস্তারিত, চার্জ ফ্রি

 

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট চার্জ,ডাচ্ বাংলা স্টুডেন্ট একাউন্ট এর চার্জ কতো,ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট,ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা,ইসলামী ব্যাংক একাউন্ট,ইসলামী ব্যাংক মুদারাবা সেভিং একাউন্ট চার্জ,ইসলামী ব্যাংক একাউন্ট চার্জ,সোনালী ব্যাংক একাউন্ট চার্জ,ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ,ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ফরম,ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনেকদিন ধরেই স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট নিয়ে ধারাবাহিক ভাবে লিখব বলে ভাবছিলাম। কিছু ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট নিয়ে বিস্তারিত তুলে ধরলাম।

স্টুডেন্ট একাউন্ট
১. AB Bank Student Major:

এবি ব্যাংক নিয়ে হাজারো পোস্ট আছে।

Features: একাউন্টের মেইনটেনেন্স,ডেবিট কার্ড,এস এম এস অ্যালার্ট,চেক বুক সব চার্জ ফ্রি। ডেবিট কার্ড ডুয়েল কারেন্সি। দেশের প্রায় সকল এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যায়। বিকাশের সাথে লিংক করা যায়।
আমার অভিজ্ঞতায় এটি এখন পর্যন্ত সেরা স্টুডেন্ট একাউন্ট।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo,Income proof (ব্রাঞ্চ ভেদে নাও চাইতে পারে)।
সমস্যা: অ্যাপস রাত রাতে বন্ধ থাকে।

২. Brac Bank Agami Savers:

আমার অভিজ্ঞতায় এটি এখন দ্বিতীয় সেরা স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট।
Features: এবির মতোই সব চার্জ ফ্রি,আস্থা অ্যাপটিও অনেক প্রিমিয়াম আর স্মুথ,ডেবিট কার্ড মাল্টি কারেন্সি,ডেবিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় (১০০০ এ ৩ টাকা),RCDM আছে।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo,Income proof (ব্রাঞ্চ ভেদে নাও চাইতে পারে)।

সমস্যা: ব্রাঞ্চে অনেক ভিড় থাকে। একাউন্ট খুলতে ম্যাক্সিমাম ব্রাঞ্চেই ইনকাম প্রুফ চায়।
টিপস: ইনকাম প্রুফ চাইলে,সেল্ফ ডিক্লারেশন দিবেন। ব্রাঞ্চে অনলাইনে একাউন্ট খুলতে বলবেন,তাহলে সাথে সাথেই অ্যাকাউন্ট নাম্বার পাবেন।

৩. Premier Bank Genius Account:

এই অ্যাকাউন্ট নিয়ে খুব বেশি চর্চা হয় না কেন আমার জানা নেই। ব্যক্তিগতভাবে প্রিমিয়ার ব্যাংক আমার বেশ পছন্দ হয়েছে। ঢাকায় এদের ব্রাঞ্চ সংখ্যা অনেক। কোন ইনকাম প্রুফ না দেখালেও আমার টিপি ৫ লক্ষ সেট করে দিছে। এদের ইসলামিক উইন্ডো আছে,চাইলে মুদারাবা জিনিয়াস একাউন্টও করতে পারবেন।

Features:

সব রকম চার্জ ফ্রি,অ্যাপস স্মুথ,এরা ডেবিট কার্ড হিসাবে মাস্টারকার্ড ও ইস্যু করে,মুদারাবা জিনিয়াস একাউন্টে কোন অনলাইন চার্জ নেই।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo.

সমস্যা: NPSB নাই।

৪. Islamic Bank Student Account (SMSA):

ইসলামি ব্যাংক নিয়েও গ্রুপে হাজারো পোস্ট আছে।
Features: সব রকম চার্জ ফ্রি (চেকবুক মিলে টাকা কাটবে),এদের CRM অনেক,একমাত্র স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট যেটি অনলাইনে খোলা যায়,৩০ বছর বয়স পর্যন্ত ব্যবহার করা যায়,সেলফিন অ্যাপসটা অনেক জোস।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo.সেলফিন দিয়ে খুললে স্টুডেন্ট আইডি কার্ড এর প্রয়োজন হয় না।
সমস্যা: NPSB তে চার্জ কাটে।
৫. SCB Graduate Account:

বড়লোকের ব্যাংক,ব্রাঞ্চে লাইন ধরে থেকে সবকিছু করতে হয়।

আমি একাউন্ট খুলেছিলাম উত্তরা ব্রাঞ্চ থেকে,দুই মাস পরে একাউন্ট একটিভ করেছে। ব্রাঞ্চে খারাপ ব্যবহার পাই নাই,কিন্তু অ্যাকাউন্ট খুলতে ইনকাম প্রুফ মাস্ট লাগে।

Features:

সব রকম চার্জ ফ্রি,প্রিমিয়াম ব্যাংকিং,ব্রাঞ্চে যাওয়া ছাড়াই মোটামুটি সব সার্ভিস পাওয়া যায়,অ্যাপসটা অনেক স্মুথ,CRM আছে।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo,Income proof.

সমস্যা: সেল্ফ ডিক্লারেশন নেয় না,নিজের না থাকলে বাবার ইনকাম প্রুফ চায়।

৬. Midland Bank Student Account:

মিডলান্ড এর স্টুডেন্ট একাউন্টও খারাপ

না।ধানমন্ডি ব্রাঞ্চে ব্যবহার যথেষ্ট ভাল ছিল। অ্যাপসে অ্যাকাউন্ট অ্যাড করতে ঝামেলা হয়েছিল,পরে কমপ্লেইন সেলে মেইল করলে তারপরে ঠিক হয়। ডেবিট কার্ডের ই-কমার্স অন করতে হয় ব্রাঞ্চ থেকে, আর কার্ডের পিন আজ পর্যন্ত পরিবর্তন করতে পারিনি।

Features:

সব রকম চার্জ ফ্রি (এসএমএস অ্যালার্ট নিয়ে কনফিউশন আছে,কেউ কেউ বলে শুধু প্রথম বছর ফ্রি,তাই এসএমএস অ্যালার্ট অফ করে রাখছি)।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo.
৭. SIBL Bank Student Account:

SIBL নিয়ে আমার অভিজ্ঞতা জঘন্য। তারা ইন্ট্রোডিউসার ছাড়া অ্যাকাউন্ট খুলে দেয় না। একমাত্র এই ব্যাংকে আমি একাউন্ট খুলতে ব্যর্থ হয়েছি।

Features: সব রকম চার্জ ফ্রি।

Documents Required:

Student ID,Nid,2 copy PP size photo,Utility bill,Nomini Nid,Nomini photo.
সমস্যা: NPSB নাই।

নেক্সট পার্টে আরো কিছু স্টুডেন্ট ব্যাংকিং নিয়ে লিখব। তবে মোটাদাগে ওপরের ব্যাংকগুলোতেই কেবলমাত্র সবধরনের চার্জ ফ্রি।

Sponsar
Share It