লোভের ফাঁদ থেকে নিজেকে সরিয়ে রাখতে করনীয় কি জেনে নিন

 



আরিফ বি এস এস পাশ করার পড়ে বিভিন্ন জায়গায় এপ্লিকেশন করেছে, কিন্তু কোথাও অবিঙ্গতার জন্য চাকুরী হয়নি।নানাবিধ কারনে হতাশ আরিফকে ডেকে নিয়ে আই আই টি কম্পানিতে  চাকরি দেয় তার এক সহযোগী বন্ধু রিমন।


আজকে এক বছর বিনা অবিঙ্গতায় চাকরি করতে করতে আজকে সে সল্প অবিঙ্গ একজন কর্মী। এরই মধ্যে অন্য একটা আইটি প্রতিষ্ঠান তাকে অধিক বেতন এবং সুযোগ সুবিধা প্রদানে নিয়োগ করতে চায়।অন্য দিকে আই টি কম্পানিতে তাকে একজন পার্টনারশিপ চুক্তি করতে মনে মনে ঠিক করেছে। 


আরিফ লোভের ফাঁদ থেকে নিজেকে সরিয়ে রাখতে রাখতে একসময় আইটি প্রতিষ্ঠানের চাকরিতে সাক্ষর করে।এবং আইটি কম্পানিতে থেকে স্থফা দেয়।এদিকে রিমন মানসিক ভাবে ভেঙ্গে পড়ে, তার কম্পানিতে আরিফ এর জায়গায় আসে অন্য একটা কর্মী আসে নাসিম ।


আাজকে ৪১ দিন হলো আরিফ এর আইটি প্রতিষ্ঠানএ চাকরি এখনও বেতন হয়নি, প্রতিদিনের মতো আজকেও আরিফ অফিসের জন্য রওনা হলো, কিন্তু পথিমধ্যে তার ছোট একটা এক্সিডেন্ট হলে তার একটি হাত এবং দুইটা পা কেটে বাদ দিতে হয়।


অন্য দিকে রিমন এর কম্পানিতে নাসিমকে আইটি কম্পানিতে পার্টনারশিপ প্রদান করে এখন নাসিম কর্মী থেকে উদ্যোগক্তা।


Sponsar
Share It