স্বামী এবং স্ত্রী দুজনই সুস্হ হওয়ার পরও বাচ্চা না হওয়া কারন গুলো জেনেনিন - nbcbangla

স্বামী এবং স্ত্রী দুজনই সুস্হ হওয়ার পরও বাচ্চা না হওয়া কারন গুলো জেনেনিন - nbcbangla বিষয়ঃ Semen Analysis


১.আমরা মনে করি Semen Analysis মানে sperm গননা।

২.তারপর Normozoo, oligo, azoo!এই ৩ খানা কমেন্ট করে দেওয়া। আসলে তা নয়!(আচ্ছা, বলতে পারেন pregnancy!এর জন্য মোট কয়টি sperm প্রয়োজন?বাচ্চা conceive  করতে? উত্তরঃ ১ টি)

৩.কিন্তু তারপরও স্বামী স্ত্রী দুজনই সুস্থ হওয়া সত্ত্বেও কেন conceive হয় না?আচ্ছা চলুন  একটা উদাহরণ দিইঃ- ধরুন স্ত্রী কটি বৃক্ষ, মনেকরেন আম গাছ!!স্বামী ঢিল দিয়ে আম পাড়ার চেষ্টা করছে। কিন্তু আম পড়ছে না!।স্বামীর হাতে যথেষ্ট বল আছে, ঢিল আছে। গাছে আম আছে। বোটাও লোহার না, তবু কেন পড়ছে না? কারন, আমে সঠিক ভাবে ঢিল লাগে নি।

ঠিক আমের বোটা বরাবর ঢিল লাগলেই আম পড়া সম্ভব।
তেমনি স্বামী সুস্থ, স্ত্রীও সুস্থ, তবু পরিবেশ বা অন্যান্য ফ্যাক্টরের কারনে conceive নাও হতে পারে।
জোরে বাতাস বইলে যেমন ঢিল লাগবে না, তেমনি স্ত্রীর শরীরে ফ্যাট থাকলে, বা স্বামী স্ত্রীর পর্যাপ্ত মিলন না হলে, এমন ঘটতে পারে। এজন্যই চিকিৎসা বিজ্ঞানে Semen নিয়ে গবেষনা করতে হয়। 

এখন আমরা জানবো একজন সুস্থ সবল পুরুষের semen(বির্জ) কেমন হয় তা নিয়ে।চলুন জেনে নিইঃ-

১. Volume: 
একবার ejaculation এ কমপক্ষে  1.5 ml sperm আসা  স্বাভাবিক। এর চেয়ে কম হলে Low volume.
আর যদি একেবারেই sperm না আসে তবে তা aspermia হিসেবে কমেন্টে যাবে। 
তখন রিপোর্ট হবে blank page এ৷ শুধু কমেন্টে থাকবে aspermia.

2. Sperm count:
কমপক্ষে 39 million হওয়া চাই।

যারা counting chamber ব্যবহার করেন বা সরাসরি স্লাইড দেখেন  অবশ্যই sperm count খুবই গুরুত্বপূর্ণ।

গননা করবেন এভাবে যে, ৪০X ফিল্ডে সমস্ত sperm কাউন্ট কেই মিলিয়ন হিসেবে দিলেন।

কাউন্টের উপর ভিত্তি করে বিভিন্ন কমেন্টঃ-
a) Count less than 39 million: Oligospermia.

b) Count less than 05 million:  Severe Oligospermia.

c) No live or dead sperm count: Azospermia.

3. Motility: conceive না হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হল শুক্রানুর চলন। ঢিল না লাগার প্রধান কারন ঢিলের গতি কম থাকা।

কমপক্ষে 40% Sperm motile হলে তা নরমাল। এর কম হলে তা Asthenozoospermia.

sperm কমেন্ট গুলা ভুলে গেলে চলবেনা,স্বরন রাখার চেস্টা করবেন। যত্নের কোন কমতি করছি না। না বুঝলে প্রশ্ন করবেন।

আমরা অনেকেই রিপোর্টে Motile, weakly motile, Non-motile এই নামে লিখি, যাহা ভুল পদ্ধতি। 

Motile -
Progressive Motile-
Immotile -

4. Vitality: 
কমপক্ষে 58% sperm জীবিত হলে তা নরমাল। এর কম জীবিত sperm হলে তা Necrozoospermia.

5. Morphology: 
অনেকের ধারনা দেশ স্বাধীন করতে অনেক বীরের প্রয়োজন হয়, তা নয়, গুটি কয়েক বীর সেনানীর পক্ষেই তা সম্ভব।

sperm এর Morphology এর নরমাল value 4%.

মাত্র ৪% sperm এর Head, neck, body, and tail ঠিক থাকলে তা স্বাভাবিক।

4% এর কম হলে Teratozoospermia.

6. pH. 7.2 স্বাভাবিক।

pH 7.0. এর কম হলে তা Acidic.

Semen এ Uric 3V স্ট্রিপ দিলেই pH মাপা যাবে।

7. Pus cell/RBC/WBC. 

pus-5-7 টা স্বাভাবিক। এর বেশি হলে 
pyozoospermia.

RBC 5-7 টা থাকলেই Erythrospermia

স্পষ্ট লোব lobe সম্পন্ন WBC দেখা গেলে Leukospermia.

এই তো মোটামুটি সব গুলো।
এবার আমি কিছু মিক্স কমেন্ট লিখে দিচ্ছিঃ-
Pus-5-7+ sperm count less than 39 million- Oligopyozoospermia.

RBC present + Motility less than 40%- Erythroasthenozoospermia.

only motility less than 40%- Asthenozoospermia.

Vitality less than 58%  - Necrozoospermia.

Vitality less than 58% + Sperm count less then 39 million  - Oligonecrozoospermia.

Vitality less than 58% + Sperm count less then 05 million  -  Sever  Oligonecrozoospermia.

Sponsar
Share It