মোবাইল ক্রয় করার পূর্বে এই ৭ টি টিপস্ ভালোভাবে জেনেনিন।

All Mobile Phones Brands 2021, মোবাইল ক্রয় করে ঠকতে না চাইলে,মেবাইল ক্রয় করার আগে এই ৭ টি টিপস্ ভালোভাবে জেনেনিন - nbcbangla.com

All Mobile Phones Brands 2020,,mobile price in bangladesh, mi mobile,oppo mobile,realme mobile,all mobile company name list in world,mobile phones 4g,samsung mobile,vivo mobile,all mobile phones,used mobile price in bangladesh,xiaomi mobile price in bangladesh,smartphone price in bangladesh,samsung mobile price in bangladesh,all mobile price in bangladesh,realme mobile price in bangladesh,used mobile market in bangladesh,mobile price in bd,new mobile price in bangladesh,oppo mobile price in bangladesh,oneplus mobile price in bangladesh,all mobile price bd,used mobile price in bd,mobile price bdমেবাইল ক্রয় করার পূর্বে এই ৭ টি টিপস্ ভালোভাবে জেনেনিন।

কোন ধরনের দোকান থেকে মোবাইল ( Mobile ) কিনবেন এবং কোন ধরনের দোকান থেকে মোবাইল কিনবেন না।


আমরা অনেকে শখ করে বা প্রয়োজনে বিভিন্ন প্রকার মোবাইল ফোন ক্রয় করে থাকি।বাজটের কারনে মোবাইলের বিভন্ন মডেলের বা ফিচার এর তারতাম্য হয়, তার পরও প্রত্যক মোবাইলের সাথে কিছু সুযোগ সুভিধা প্রদান করা হয়।কথায় বলে শখের তোলার মূল্য হয়না।তাই মোবাইল ফোন ক্রয় করার আগে জেনেনিন কোন কোন ধরনের দোকান থেকে মোবাইল ফোন ক্রয় করবেন না।

টেকনিক্যাল ব্যাবহার অর্থাৎ আচারন।যেমন ধরুন কোন একটা দোকানএ আপনি মোবাইল ক্রয় করতে গেলেন সেখানে অর্থাৎ সেই দোকানে আরও অনেক লোকজন মোবাইল দেখছে বা ক্রয় করছে অথচ দোকানিরা বা সেল্সম্যান যারা আছে তারা কাস্টমারদের সঙ্গে ভালো আচারন ভাবে কথা বলছেন না, দেখবেন কিছু কিছু দোকানদার এমন ভাব দেখায় আপনি নিলেও ভালো না নিলেও ভালো এমন দোকান দারদের বা শপ থেকে মোবাইল ক্রয় করবেন না,সে যত বড় দোকান হোক আর যতো ভালো পন্য থাকুক।ভেবে দেখুন আপনি যেকোন ব্রান্ডের বা মূল্যের মোবাইল ক্রয় করেন না কেন আপনি একটা গ্যারান্টি বা ওয়ারেন্টি পাবেন,যারা আপনি মোবাইল কেনার আগে এমন ব্যাবহার করে তারা বিক্রি করার পর কেমন ব্যাবহার করবে।আপনার মোবাইল যত দামি ব্রান্ডের হোক না কেনো প্রবলেম হতেই পারে।সুতরাং  এধরনের দোকান থেকে মোবাইল কেনা এড়িয়ে চলুন।

আগে টাকা দেন বা ক্রয় করেন পরে মোবাইল যতক্ষন ইচ্ছা চেক করেন।এমন ধরনের দোকান থেকে মোবাইল অবশ্যই নিবেন না।কারন তার পন্যের হয়ত কোন রকমের ঝামেলা আছে নতুবা সেকেন্ড হ্যান্ড।বেশি চেকিং এর ফলে যেটা আপনার সামনে চলে আসতে পারে।অর্থাৎ যে সমস্ত দোকানদারেরা এ ধরনের কথা বলবে সেই সকল দোকান থেকে মোবাইল ক্রয় করবেন না।

অফিশিয়াল এবং আনঅফিশিয়াল মোবাইল দেখে ক্রয় করা।বর্তমানে বিভিন্ন দোকানে অফিশিয়াল মোবাইলের সাথে আনঅফিশিয়াল মোবাইল বিক্রয় করা হয়।এ ধরনের দোকানের সংখ্যা বাংলাদেশেই বেশি।অফিশিয়াল মোবাইল হলো যে মোবাইল গুলা অথোরাইজড শোরুম বা ডিলার দের শুধুমাত্র দেওয়া হয়।এবং আনঅথোরাইজড হলো যে মোবাইল গুলো বাহিরের  দেশ যেমন ইন্ডিয়া থেকে কম দামে নিয়ে আসা হয়।এতে দোকানদারদের অতিরিক্ত  লাভ হয়।আর ক্রেতার হয় লস।তাই যে সকল দোকান ব্রান্ডের অথোরাইজড নাই সে সকল দোকান থেকে মোবাইল কেনা থেকে বিরত থাকুন।

বর্তমানে অনেকের মোবাইলে এস এম এস এর মাধ্যেমে জানানো হচ্ছে বা হয়েছে আনঅফিশিয়াল মোবাইল ব্যাবহার বন্ধ করতে।এটা সরকারী একটা নিউজ।অনেকেই অবগত আছেন যে আগামি ২০২১ সালে আনঅফিশিয়াল মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে।অনেকেই মনে করছেন এটা কি ভাবে সম্ভব বা গুরুত্ব সহকারে দেখছেন না,মনেরাখবেন সরকার যখন সিমের বায়োমেট্রিক করতে সক্ষম হয়েছেন তখন এটাও হবে।এ জন্য আনঅফিশিয়াল মোবাইল ক্রয় থেকে বিরত থাকুন।

এখন আপনি নিশ্চয় জানতে চায়বেন কিভাবে আপনি অফিশিয়াল এবং আনঅফিশিয়াল মোবাইল চিনবেন কিভাবে সেটার বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।

অনলাইন দোকান থেকে মোবাইল ক্রয় করা থেকে বিনত থাকুন।অনলাইনে বা ইকমার্স সাইটে যে সকল মোবাইল ফোন গুলা বিক্রয় করা হয় সে গুলো ক্রয় করা থেকে সাবধান হবেন।এ সকল পন্যর রিভিউ দেখবেন তাতে আপনার ধারনা চলে আসবে।তাছারাও কোন প্রকার প্রবলেম দেখা দিলে আপনি এটা পাঠাতে এবং আসতে অনেক সময় সাপেক্ষ।তারপরও পাঠানোর পরও যে আপনার মোবাইলটা আশানুরুপ ভালো হবে সেটার বা কি গ্যারান্টি আছে।

তার পর সিল ওপেন বক্স গুলার মোবাইল ক্রয় করবেন না।প্রত্যেক মোবাইলে বক্সের ওপেন মুখে একটা স্টিকার লাগানো থাকে,সেটাকে সিল বলে।যদি কোন কাস্টমার মডেল পছন্দ করেন তখন তাকে তার সামনে থেকে সিলটা কেটে সকল যন্ত্রাংশ বুঝিয়ে দিয়ে চেকিং করতে কাটা হয়।যদি আপনি নেওঢার আগে থেকে কাটা থাকে তাহলে বুঝবেন এটা আগেই কাউকে দেখানো হয়েছে বা কেউ এটা নিয়ে ফেরত দিয়েছে। দোকাদার আপনাকে যতই বোঝানোর চেষ্টা করুকনা কেন আপনি কোন অবস্থাতেই সিল ওপেন বা ব্রোকেন বক্স থেকে মোবাইল ক্রয় করবেন না।হয়ত মোবাইলের যে কোন ত্রুটির কারনে সেটা ফেরত অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল।

মার্কেট শর্ট মোবাইল অর্থাৎ এমন একটা মোবাইল আপনার পছন্দ হয়েছে যেটা এখন মার্কেটে নাই বা স্টক শেষ।যদি কোন দোকানে গিয়ে মডেল এর নাম বলেন সেটা যদি দোকানে না থাকে দোকানদার আপনাকে বলতে পারে এই এক পিচ আছে অথবা আপনি অপেক্ষা করুন, আমাদের স্টোর থেকে নিয়ে আসছি তা হলে সে ফোন নিবেন না।হয়ত কারোর দোকান থেকে নিয়ে আসা হয়েছে অথবা পুরানো রিপিয়ার মোবাইল আপনাকে দেওয়া হচ্ছে।

পরিশেষে বলতে পারি যে শখের কোন পরিমাপ হয় না।তারপরও যদি ভবিষৎ নিরাপদ করতে শখ বা চয়েস একটু পরিবর্তন করলে ক্ষতি কি।ডদি পোষ্টটা সঠিক মনে হয় তবে শেয়ার করতে ভুলবেন না।আন যদি বিশেষ কিছু জানার থাকে তো আমাদের ফেসবুক পেইজ এ মেসেজ করতে পারেন।অথবা এখানেও কমেন্ট করতে পারেন।

Sponsar
Share It