নামাজ শুরু করার আগে যে কাজগুলো অবশ্যই করনীয়

 

ফজরের নামাজ কাজা হলে করনীয় কি,ফজরের নামাজ,হজ্জ সফর করার আগের কাজ,হজ্জে যাওয়ার আগে কি কাজ,ইস্তেখারার নামাজ,কাজা নামাজ পড়ার নিয়ম ও সময়,ফজরের নামাজ কয় রাকাত,সকালে উঠার পরে স্ত্রীর সাথে এই কাজটি অবশ্যই করা উচিত,এরকম সহবাস করলেই তারা অবশ্যই জাহান্নামী azhari waz,কুরবানীর আগে চুল নক কাটা,ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে,ফজরের কাজা নামাজ,বাসর রাতের নামাজ


যে ফরজ কাজগুলো নামাজ শুরু করার আগেই করতে হয়, সেগুলোকে সালাতের আহকাম বলা হয়। সালাতের আহকাম মোট সাতটি। যথা-


শরীর পাক হওয়া : প্রয়োজনমতো অজু-গোসল বা তায়ামুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা।

কাপড় পাক হওয়া, অর্থাৎ কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া।

জায়গা পাক হওয়া (নামাজ পড়ার স্থান পাক হওয়া)।

সতর ঢাকা (পুরুষের নাভীর উপর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এবং মহিলাদের মুখমণ্ডল হাতের কব্জি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা)।

কিবলামুখী হওয়া (কাবার দিকে মুখ করে সালাত আদায় করা)।

ওয়াক্ত হওয়া (সালাতের নির্ধারিত সময় হওয়া)।

নিয়ত করা (যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা)।

নামাজ ফরজ হওয়ার শর্ত সমূহ 


নামাজ ইসলামের অন্যতম প্রধান রোকন এবং মুমীন বান্দার জন্য একটি অবশ্য পালনীয় কর্তব্য। নামাজ ফরজ হওয়ার শর্তসমূহ হলোঃ

মুসলমান হওয়া

বয়স কমপক্ষে ৭ বৎসর হওয়া এবং

সুস্থ মস্তিস্কের হওয়া।

Sponsar
Share It