ফোনে কত পার্সেন্ট চার্জ থাকলে আবার দিলে ক্ষতি হতে পারে

 

মোবাইল চার্জ দেওয়ার সময় কি করা উচিত,কি করলে মোবাইলের ব্যাটারি বেশিদিন চলবে,ঘন ঘন চার্জ দিলে কি মোবাইলের কোন ক্ষতি হয়,মোবাইল কি করলে মোবাইল বেশিদিন চলবে,মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম,মোবাইল চার্জ দেওয়ার নিয়ম,চার্জ দেওয়ার সময় কি করা উচিত,মোবাইলে চার্জ হচ্ছে না,ঘন ঘন চার্জ দিলে কি মোবাইলের কোন ক্ষতি হয় ?/info প্রতিদিন ।,মোবাইল স্লো হলে কি করা উচিত,মোবাইল চার্জ,মোবাইল ফোনের ক্ষতিকর দিক,মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক,ফোনের চার্জ যদি ৬০/৭০/৮০ % থাকে, তাহলে আবার চার্জ-এ দিলে কি ফোনের কোনো ক্ষতি হবে?

ফোনের চার্জ যদি ৬০/৭০/৮০ % থাকে, তাহলে আবার চার্জ-এ দিলে কি ফোনের কোনো ক্ষতি হবে?

ক্ষতি বলতে ফোনের ব্যাটারির হবে না, চার্জারের যে পোর্ট থাকে তার হতে পারে। 

পোর্টের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, ঘন ঘন চার্জ দিলে তুলনামূলক কম সময়েই এটি নষ্ট হতে পারে।


আর যদি ব্যাটারির কথা বলেন তো, নাহ, এর কোন সমস্যা হবে না।


ব্যাটারির তিনটি প্রধান শত্রু রয়েছে। এরা হল:


১. লো চার্জ। ফোনের ব্যাটারি লিথিয়াম আয়ন কিংবা লিথিয়াম পলিমার দিয়ে তৈরী, এধরনের ব্যাটারির ডেপথ অব ডিসচার্জ ফ্যাক্টর (DoD) সাধারণত ৮০% হয়ে থাকে।

 অর্থাৎ ব্যাটারির চার্জ ৮০% পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। এর চেয়ে বেশি ব্যবহার করলে ব্যাটারির আয়ুষ্কাল দ্রুতই ফুরিয়ে আসে। 

তাই লক্ষ্য রাখতে হবে ফোনের চার্জ যেন ২০% এর নিচে না যায়। 

এর আগেই ব্যাটারিটি চার্জ করে নিতে হবে।


২. তাপমাত্রা। যেহেতু ব্যাটারি রাসায়নিক উপাদানে তৈরী, তাই অতিরিক্ত তাপমাত্রা এর ভেতরের উপাদানের ব্যাপক ক্ষতি করতে পারে। 

এজন্য সতর্ক থাকতে হবে ফোনটি যেন বেশি গরম কোন স্থানে না রাখা হয়। 

(যেমন কোন ইঞ্জিনের কাছে, কিংবা চুলা কিংবা আগুনের আশেপাশে)


৩. ওভার চার্জিং। অবশ্য এই অপশন নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা না করলেও চলবে। 

কেননা ফোনের ভেতর ওভার চার্জিং যেন না হয় এমন প্রতিরক্ষা সার্কিট থাকে। 

তবে হ্যাঁ, যদি কেউ ফোনের ব্যাটারি দিয়ে কোন লাইট জাতীয় কিছু তৈরী করে থাকেন তো সেটি বেশি সময় চার্জ না দেওয়াই ভালো। 

তবে ফোন দিন রাত চার্জে লাগিয়ে রাখলেও সমস্যা নেই। কিন্তু চার্জে লাগিয়ে ল্যাপটপ ব্যবহার করলেও ফোন ব্যবহার করবেন না। 

এটি ফোনের জন্য ক্ষতিকর। ফোনের সার্কিটের বৈশিষ্ট্য আলাদা। 

(ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করলে ব্যাটারি দ্রুত গরম হবে, ডিভাইসটি গরম হবে, যা ফোনের জন্য ক্ষতিকর।)


Sponsar
Share It