নামাজের মধ্যে এই ৬টি ফরজ কাজ অবশ্যই করনীয়

 

নামাজের মধ্যে ৬ টি ফরজ অবশ্যইকরনীয়

যে ফরজ কাজগুলো নামাজের  মধ্যে আদায় করতে হয়, সেগুলোকে নামাজের আরকান বলা হয়। নামাজের ৬টি আরকান রয়েছে, সেগুলো নিম্নে দেয়া হল-


১. তাকবিরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা।


২. কেরাম বা দাঁড়িয়ে নামাজ পড়া। নারী-পুরুষ উভয়কে দাঁড়িয়ে নামাজ পড়ত হবে। তবে অসুস্থ হলে বসে এবং বলতে অক্ষম হলে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে।


৩. কোরআন শরিফের কিছু অংশ পাঠ করা।


৪. রুকু করা


৫. সিজদা করা


৬. শেষ বৈঠকে বসা (যে বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মাছুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় তাকেই বলে শেষ বৈঠক) ডানে ও বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করা।



Sponsar
Share It